সৌদি আরবে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। রোববারের এই জয়ে কাতালান ক্লাবটি তাদের ইতিহাসের ১৬তম সুপার কাপ শিরোপা ঘরে তুলল।
বার্সেলোনার জয়ে বড় ভূমিকা রাখেন রাফিনিয়া, যিনি জোড়া গোল করেন। দলের হয়ে বাকি গোলটি করেন রবার্ট লেভান্ডভস্কি। ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপের ওপর ফাউল করায় ফ্রেঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখলেও দশজনের দল নিয়েই জয় নিশ্চিত করে বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ মূলত রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় ছিল। ৩৬ মিনিটে রাফিনিয়া বক্সের ভেতর থেকে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন। তবে বেশি সময় সেই লিড ধরে রাখতে পারেনি বার্সা। ভিনিসিয়ুস জুনিয়র একক নৈপুণ্যে গোল করে রিয়ালকে সমতায় ফেরান।
বিরতির ঠিক আগে আবার এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির নিখুঁত পাস থেকে লেভান্ডভস্কি চিপ শটে বল জালে পাঠান। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে গনজালো গার্সিয়ার গোলে আবার সমতা ফেরে রিয়ালের শিবিরে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে আসে। দুই দলই সতর্ক হয়ে খেলতে থাকে। ৭৩ মিনিটে রাফিনিয়ার নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে পড়ে। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই জয়ের মাধ্যমে হান্সি ফ্লিকের অধীনে নিজের চতুর্থ শিরোপা জিতল বার্সেলোনা।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো বলেন, যেকোনোভাবে হারই কষ্টের, তবে ম্যাচটি ছিল খুবই সমান। শেষ পর্যন্ত তার দল লড়াই চালিয়ে গেছে এবং তিনি বার্সেলোনাকে অভিনন্দন জানান।
বার্সেলোনা ফরোয়ার্ড রবার্ট লেভান্ডভস্কি শিরোপা জয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদ্রিদের বিপক্ষে ম্যাচ সব সময়ই বিশেষ। দল ভালো খেলেছে এবং জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সতীর্থ রাফিনিয়ার প্রশংসা করে তিনি বলেন, সে সব সময় সঠিক জায়গায় উপস্থিত থাকে।
এই হারে রিয়াল মাদ্রিদের টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা থেমে যায়। জাবি আলোনসোর অধীনে এখনো কোনো শিরোপা জিততে পারেনি তারা। অন্যদিকে বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয় তুলে নিয়েছে এবং লা লিগার শীর্ষস্থানেও রয়েছে।
2026 @ Gameon